|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মে ২০২৩ ০২:৩৯ অপরাহ্ণ

স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা


স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা


ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ও ২৮ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগীতসহ সব বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে শেষ করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন স্থগিত পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট বোর্ড থেকে প্রকাশ করা হবে।

ঘূর্ণিঝড় মোখার কারণে রবি ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫