|
প্রিন্টের সময়কালঃ ১১ এপ্রিল ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মে ২০২৩ ০২:৩৩ অপরাহ্ণ

ফাইনালে ম্যানসিটি রিয়ালকে গুঁড়িয়ে


ফাইনালে ম্যানসিটি রিয়ালকে গুঁড়িয়ে


য়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দ্বিতীয় লেগের ওপরই নির্ভর করছিল রিয়াল-সিটির ভাগ্য। তবে ঘরের মাঠ ইতিহাদে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ম্যানসিটি। ৪-০ ব্যবধানে রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটেছে পেপ গার্দিওলার দল।

ম্যাচে শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করতে থাকে ম্যানসিটি। ২৩তম মিনিটে গোলের দেখা পায় তারা। কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে সিটিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন বের্নারদো সিলভা। এই পর্তুগিজ তারকাই ব্যবধান দ্বিগুণ করেন ৩৭তম মিনিটে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।


বিরতির পরও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৭৬তম মিনিটে গোল বাঁচাতে গিয়ে হেডে নিজেদের জালেই বল পাঠান রিয়ালের ব্রাজিলীয় ডিফেন্ডার এডের মিলিতাও। সিটি  তাদের চতুর্থ গোলটি পায় যোগ করা সময়ের প্রথম মিনিটে। বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোলটি করেন সিটির আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ।

দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল উঠল ম্যানচেস্টার সিটি। ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫