পাকিস্তানে ভয়াবহ বন্যা: ঘরছাড়া ২০ লাখ মানুষ, পাঞ্জাবে মৃত্যু অন্তত ৩৩

অনলাইন ডেস্কঃ-
২৩ আগস্ট থেকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত দুই হাজার ২০০ গ্রাম প্লাবিত হয়েছে, ঘরছাড়া হয়েছেন ২০ লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে অন্তত ৩৩ জনের।
পিটিআই জানিয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে চেনাব, রাভি ও সুতলেজ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। এ অবস্থায় পাঞ্জাব থেকে নেমে আসা পানির ঢল এবার সিন্ধুকেও বিপর্যস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। পাঞ্জাবে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক ডন।
পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) সতর্ক করেছে, ভারতের মধ্যপ্রদেশ ও হিমাচলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাকিস্তানে আরও পানি ঢোকার ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থাটি পরবর্তী ৪৮ ঘণ্টাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। কর্মকর্তাদের মতে, ভারত যদি সুতলেজ নদীতে অতিরিক্ত তিন লাখ কিউসেক পানি ছাড়ে, তবে লাহোর ও আশপাশের এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যেই লাহোরের মুলতান রোড ও মোলানওয়াল এলাকায় প্লাবন দেখা দিয়েছে, বহু মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানিয়েছেন, পানির প্রবাহ যদি ১০ লাখ কিউসেকের কাছাকাছি পৌঁছায়, তবে প্রদেশের বাঁধগুলো হুমকির মুখে পড়বে, প্লাবিত হবে বিস্তীর্ণ এলাকা এবং অন্তত দুই লাখ মানুষ ঝুঁকির মুখে পড়বেন।
গত সপ্তাহজুড়ে বর্ষণে পাঞ্জাবের তিনটি প্রধান নদী উপচে পড়েছে, ডুবে গেছে তীরবর্তী বহু গ্রাম ও শহরাঞ্চল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিনির্ভর এই বর্ষাকাল এখন দক্ষিণ এশিয়ার জন্য আশীর্বাদের বদলে প্রাণঘাতী দুর্যোগে রূপ নিচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫