|
প্রিন্টের সময়কালঃ ১৪ নভেম্বর ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ

অস্ত্র, অর্থ ও পেশিশক্তির প্রভাবে রাজনীতি চলছে বাংলাদেশে: সামান্তা শারমিন


অস্ত্র, অর্থ ও পেশিশক্তির প্রভাবে রাজনীতি চলছে বাংলাদেশে: সামান্তা শারমিন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন জনগণের আশা-আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, “আমরা কোনো নতুন ধরণের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারিনি। দেশের রাজনীতিতে এখনো পুরোনো ধাঁচের প্রভাবই চলছে—অর্থ, অস্ত্র, বিত্ত ও পেশিশক্তির জোরেই রাজনীতি পরিচালিত হচ্ছে।”
 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এক বৈঠকে সামান্তা শারমিন এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, “এখানে সিভিল সোসাইটির ওপর এক ধরনের চাপ সৃষ্টি করা হয়, আবার সিভিল সোসাইটিও পাল্টা চাপ তৈরি করে। এই চাপ-প্রত্যাপের মধ্য দিয়েই যে পক্ষ শক্তিশালী, সে-ই জয়ী হয়।”
 

ভারত-পাকিস্তানের দ্বন্দ্বমুখী রাজনীতির প্রসঙ্গ টেনে সামান্তা বলেন, “আমরা চেয়েছিলাম বাংলাদেশকে প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক প্রভাবের বাইরে এনে স্বাধীনভাবে এগিয়ে নিতে। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশ আবারও ভারত-পাকিস্তানের টানাপোড়েনে জড়িয়ে পড়ছে।”
 

তিনি অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। তারা বিভিন্ন জায়গায় মিছিল-মিটিংয়ের আয়োজন করছে, আর আমরা তা প্রতিহত করছি। কিন্তু একদিকে যখন আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে মাঠে নামছি, অন্যদিকে একই দলের রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই সনদে স্বাক্ষর করানো হচ্ছে—এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন হলো, এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে?”
 

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে সামান্তা বলেন, “এই ঐক্য কোনো দলের জন্য নয়—এটা জনগণের জন্য। যদি সত্যিই বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, তাহলে দলীয় স্বার্থ পরিত্যাগ করতে হবে। শুধু এনসিপি নয়, বিএনপি-জামায়াতসহ সব দলকেই নিজেদের স্বার্থের বাইরে ভাবতে হবে। দুই দলের টানাপোড়েনে দেশকে আর জিম্মি করে রাখা যাবে না।”
 

জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষরকে তিনি ‘দীর্ঘমেয়াদি রাজনৈতিক অচলাবস্থার সূচনা’ বলে অভিহিত করেন এবং সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫