গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার সকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত আনোয়ার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যান একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস'লে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ওসি মোজাফফর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫