হজ পালন শেষে ৫৯ হাজার ৩৩০ জন হাজি দেশে ফিরেছেন

আজ সকাল ৮টা পর্যন্ত ১৭টি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন।বুধবার থেকে শুরু হওয়া হজ ফ্লাইট অপারেশনের অংশ হিসেবে আজও আরও ৩টি ফ্লাইটে করে প্রায় ৮ হাজার হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এর মধ্যে ঢাকায় এসেছেন ৫৭ হাজার ৫৭২ জন, চট্টগ্রামে ১ হাজার ৫৬৮ জন এবং সিলেটে ২৯০ জন হাজি।বাকি হাজিরা আগামী ৮ আগস্টের মধ্যে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫