আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-
কুড়িগ্রামের জয়নাল আবেদীন অন্য সবার মতো সাধারণ দিনমজুর নন। কঠোর পরিশ্রমের মাঝেও তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী স্বপ্ন—চার হাজারের বেশি বই সমৃদ্ধ একটি পাঠাগার। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেও বইয়ের প্রতি ভালোবাসা ও অধ্যবসায়ের কারণে তিনি তৈরি করেছেন “সাতভিটা গ্রন্থনীড়” নামের এক অনন্য জ্ঞানকেন্দ্র।
প্রথমবার ২০১১ সালে ছোট পরিসরে একটি পাঠাগার চালু করলেও কিছুদিনের মধ্যে সেটি বন্ধ হয়ে যায়। তবে জয়নালের স্বপ্ন থেমে থাকেনি। ২০১৫ সালে জমি কিনে এবং ২০১৯ সালে পাকা ভবন নির্মাণের মাধ্যমে তিনি নতুনভাবে পাঠাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০২২ সালে সরকারি সহায়তায় আধা-পাকা ঘর তৈরি করা হয়। এখন প্রতিদিন ২৫ থেকে ৩০ জন পাঠক সেখানে বই পড়তে আসেন।
কীভাবে গড়ে উঠল এই পাঠাগার? কী তার ভবিষ্যৎ পরিকল্পনা? জানতে হলে দেখুন আমাদের বিশেষ টকশো!