|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৩ ০৩:১২ অপরাহ্ণ

স্থগিত করেছে শ্রীলঙ্কার সদস্য পদ আইসিসি


স্থগিত করেছে শ্রীলঙ্কার সদস্য পদ আইসিসি


শ্রীলঙ্কা ক্রিকেটের বাজে সময় আরো বেশি পেয়ে বসেছে। সবার আগে দেশে ফিরেছে তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে। ১০ দলের টুর্নামেন্টে আছে ৯ নম্বরে। তাতেই বেড়েছে শঙ্কা  ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ডে এসব নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। তার ওপর গতকাল আরো বড় ধাক্কা খেয়েছে তারা। স্থগিত করেছে শ্রীলঙ্কার সদস্য পদ আইসিসি। যদি মুক্তি না মেলে নিষেধাজ্ঞা থেকে তাহলে আইসিসির কোনো আসরে অংশ নিতে পারবে না শ্রীলঙ্কা ক্রিকেট দল।


এসএলসি প্রশাসনে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আইসিসি বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল স্বাধীনভাবে কাজ করতে। 

সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড। এই নিষেধাজ্ঞা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ কিংবা শর্তগুলো জানায়নি আইসিসি। আগামী ২১ নভেম্বর আইসিসির পরবর্তী বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে শ্রীলঙ্কার বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিতে পারে আইসিসি।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছিলেন বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানের বিশাল হারের পর দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে। অন্তর্বর্তী বোর্ডের সদস্যদের নামও দেওয়া হয়। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে প্রধান করে সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। 


তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার আগেই ক্রীড়ামন্ত্রীর নেওয়া সিদ্ধান্ত স্থগিত করে দেন শ্রীলঙ্কার আপিল আদালত। ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আপিল করেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। তাঁর আপিলের পরিপ্রেক্ষিতে আগামী দুই সপ্তাহ পুরনো বোর্ডই বহাল থাকবে বলে জানান আদালত। 

এই দুই সপ্তাহ শাম্মিদেরই চালানোর কথা ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বিষয়টি অন্যদিকে মোড় নিল। ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়। ওই টুর্নামেন্ট নিয়েও তৈরি হলো অনিশ্চয়তা। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫