নাটোরের লালপুরে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

ঢাকা প্রেস
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি।
নাটোরের লালপুরে একশত পিচ ইয়াবাসহ রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলায় চেকপোস্ট বসিয়ে ভ্যানে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ওই নারী উপজেলার মোমিনপুর গ্রামের আনোয়ার হোসেন কালুর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল করিম ও এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে শিমুলতলা নামক স্থানের চেকপোস্ট বসিয়ে গোপালপুর থেকে লালপুরগামী এক ভ্যান যাত্রীকে তল্লাশী করে একশত পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫