|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ণ

ফেসবুক পোস্টের মাধ্যমে ববিতে শিবির সভাপতির আত্মপ্রকাশ


ফেসবুক পোস্টের মাধ্যমে ববিতে শিবির সভাপতির আত্মপ্রকাশ


বরিশাল প্রতিনিধি:-

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবির প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার পরিচয় প্রকাশ করেন। ২০১১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটিই প্রথমবারের মতো শিবিরের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।
 

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, ববি শাখা শিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে আগামীকাল বুধবার থেকে দুইদিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হবে। এই আয়োজন উপলক্ষে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে সভাপতি হিসেবে পরিচয় দেন এবং জানান, খুব শিগগিরই সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, আমিনুল এতদিন শিবির কর্মী হিসেবে পরিচিত থাকলেও প্রকাশ্যে কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি। তবে মঙ্গলবারের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয় প্রকাশ করলেন।
 

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার উন্মুক্ত ক্ষেত্র। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে এতদিন প্রকাশ্যে আসতে পারিনি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫