|
প্রিন্টের সময়কালঃ ১৬ ডিসেম্বর ২০২৫ ০৮:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:১৮ অপরাহ্ণ

ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, শরিফ ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হবে


ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, শরিফ ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হবে


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুরের দিকেই তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্সটি।
 

‘চিফ অ্যাডভাইজার জিওবি’ ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং সংশ্লিষ্টদের মধ্যে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
 

গত দুই দিন ধরে শরিফ ওসমান হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সরকার। পরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
 

জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির চিকিৎসা–সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
 

এদিকে, শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
 

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে এসে হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এরপর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫