পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-
পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে রোববার সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং নানা স্লোগান দেন।
বিক্ষোভকারীরা শ্লোগান দেন—
-
“সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই”
-
“পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়”
-
“জনগণের কণ্ঠস্বর দমিয়ে রাখা যাবে না”
-
“গণদাবি অমান্য হলে গণআন্দোলন”
-
“নির্বাচন কমিশনের অবৈধ গেজেট মানি না, মানবো না”
-
“বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানবো না”
অবরোধকারীদের অভিযোগ, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনের সীমানা ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে নতুনভাবে আসনে যুক্ত করা হলেও, জনগণের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক যোগাযোগ সাঁথিয়ার সঙ্গেই গভীরভাবে সম্পৃক্ত।
অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।
বিষয়টি নিয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫