|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৭:২৮ অপরাহ্ণ

দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস


দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস


ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত এবং শক্তিশালী করার পাশাপাশি স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
 

রবিবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
 

ড. ইউনূস বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতার স্বাদ লাভ করি এবং জাতি হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠিত করি। লাখ লাখ শহিদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করি।
 

তিনি আরও বলেন, বিজয় দিবস শুধুমাত্র আমাদের গৌরবের প্রতীক নয়, এটি শপথেরও দিন। এই দিনে আমরা শপথ করি ঐক্যবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করার।
 

প্রধান উপদেষ্টা আরও বলেন, আজকের এই দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানাই। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশকে উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত করার লক্ষ্যে সবাই মিলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে।
 

ড. ইউনূস বিজয় দিবস ২০২৪-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫