|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০১:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০৯:১৬ অপরাহ্ণ

গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ৮০ ভরি স্বর্নলংকার চুরি!


গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ৮০ ভরি স্বর্নলংকার চুরি!


সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ‘অলঙ্কার জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

 

 


এতে প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই জুয়েলার্স দোকানের পাশের এক লাইব্রেরির তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। 


শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের হাজী মার্কেটের অলঙ্কার জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।


ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, অলঙ্কার জুয়েলার্সের পাশের লাইব্রেরি দোকানের ভেতর দিয়ে ঢুকে তার দোকানের দেয়াল কেটে প্রায় ৮০ ভড়ি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।


 শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল কাটা ও স্বর্ণালঙ্কার না দেখে দোকান মালিক কার্তিক চন্দ্র সরকার চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসেন। তারা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 


কার্তিক চন্দ্র সরকার বলেন, ‘প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ড্রয়ার থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এক ভরি স্বর্ণের দাম প্রায় দেড় লাখ টাকা। সবমিলিয়ে এক কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।’


ওসি বুলবুল ইসলাম  বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলার্স দোকানের পাশের লাইব্রেরির তিন কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারসহ চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫