|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুলাই ২০২৪ ০৩:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক আটক


চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক আটক


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি কোকেনসহ বাহামার এক নাগরিককে আটক করেছে এপিবিএন। আজ সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক যাত্রীর নাম স্টালিয়া সানতাই।

 

গত ১২ জুলাই ব্রাজিলের সাও পাওলো শহর থেকে দুবাই হয়ে তিনি ১৩ জুলাই চট্টগ্রামে পৌঁছান। তিনি তার ব্যাগেজ না নিয়েই ওইদিন বিমানবন্দর ত্যাগ করেন। এরপর আজ সোমবার সকালে তিনি ব্যাগেজ নিতে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।সেখানে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা, এপিবিএনের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করেন। 

 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, অভিযুক্ত নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশিকালে একটি ইউপিএস থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫