|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০৮:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মে ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ

মেসির রেকর্ড গোল করলেন ১টি ও করালেন ৫টি


মেসির রেকর্ড গোল করলেন ১টি ও করালেন ৫টি


আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি এবার ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। গোল করে নয়, করিয়ে তিনি খুঁজে পেয়েছেন আত্মতৃপ্তি। ইন্টার মায়ামির জার্সিতে যেন ভিন্ন এক আবহ তৈরি করেছেন তিনি। তার ছোঁয়ায় ফ্লোরিডা ভেসেছে গোলবন্যায়।

রোববার (৫ মে) ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচটিতে ৬-২ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মায়ামি। 
প্রথম ৩০ মিনিট কোনো দলই গোলের দেখা পায়নি।
এরপর থেকেই শুরু হয় একের পর এক গোল উৎসব।
ম্যাচের লিড গোল পায় নিউইয়র্ক রেড বুলস।
প্রথমার্ধের বিরতির পরে ৪৮ মিনিটে মেসির সহায়তায় সমতাসূচক গোল করেন মাতিয়াস।
৫০ মিনিটে নিজে গোল করেন মেসি।
৬২ মিনিটে আবারো মাতিয়াসকে গোলের সুযোগ তৈরি করে দেন কাতার বিশ্বকাপজয়ী তারকা।
৬৮ মিনিট থেকে শুরু হয় মেসি-সুয়ারেজের উল্লাস।
খেলার শেষ দিকে পেনাল্টি থেকে আরও একটি গোল পায় নিউইয়র্ক।
সব মিলিয়ে ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
দলটির হয়ে হ্যাটট্রিক গোল করেন লুইস সুয়ারেজ, জোড়া গোল করেন মাতিয়াস রোজাস ও ১টি গোল করেন মেসি।

ম্যাচটিতে মেসি ১টি গোল করলেও প্রতিটা গোলে ছিল তার অবদান। অর্থাৎ মায়ামি যে ৬টি গোল পেয়েছে, সেখানে ১টি গোল সরাসরি মেসি করেছেন। আর বাকি ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। এ নিয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ২৩ গোলে অবদান রাখলেন বিশ্বকাপজয়ী তারকা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫