মন্দিরে হামলা চেষ্টা ঘটনায় ৬ কিশোরের নামে মামলা, গ্রেফতার ১

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি মন্দিরে হামলাচেষ্টার অভিযোগে ছয় শিশু-কিশোরের নামে মামলা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম দেবোত্তর কালীরপাঠ দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে স্থানীয় বাসিন্দা ও অভিযুক্ত কিশোরদের পরিবারের দাবি, নিছক দুষ্টুমি আর খেলার ছলে টিনে শব্দ করায় ওই কিশোরদের বিরুদ্ধে মন্দিরে হামলার অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতার কিশোর এ বছর এসএসসি পাস করেছে। পরিবারকে সহায়তা করতে সে ইট পরিবহনের ট্রলিতে শ্রমিকের কাজ করে।
কালীরপাঠ দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় বলেন, ‘বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ৫-৬ জন যুবক মন্দিরের পেছনে টিনের বেড়ায় আঘাত করে, ঢিল ছোড়ে। একটা টিন ফাটিয়ে ফেলেছে। পরে ধাওয়া করে একজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। আটক যুবককে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। তারা কেন এমন করেছে তা জানা যায়নি। আমি বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে মামলা করেছি।’
‘কেন, কোন উদ্দেশে তারা এমন করেছে তা জানা যায়নি। মন্দিরে ইটের ওয়াল আছে। টিনের বেড়াও আছে। তারা টিনের বেড়ায় আঘাত করেছে।’ যোগ করেন তপন চন্দ্র।
তবে মন্দির কমিটির এমন দাবিকে অসত্য বলে দাবি করেছেন এলাকার অনেকে। এলাকাবাসী বলছে, অল্প বয়সী কয়েকটি ছেলে পূজা দেখতে গিয়ে খেলার ছলে টিনের বেড়ায় শব্দ করেছে। এটি কোনও ভাবেই মন্দিরে হামলা নয়।
ঘড়িয়ালডাঙা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান বলেন, ‘আমি নিজে এলাকায় গিয়ে খোঁজ নিয়েছি। ঘটনাটি মোটেও হামলা নয়। দুষ্টুমির ছলে ছোট ছোট কয়েকজন ছেলে টিনের বেড়ায় শব্দ করেছে। এমনটা ছোটবেলায় আমরাও করেছি। তারা একই গ্রামের বাসিন্দা। ওই গ্রামেই বেড়ে উঠছে। সামান্য ঘটনাকে টেনে বড় করে সাম্প্রদায়িক রঙ দেওয়া হচ্ছে। নিরপরাধ ছেলেগুলোকে ফাঁসানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ‘হামলা নয়। ছোট ছোট ছেলেরা পূজা দেখতে ঘুরতে বেরিয়ে খেলারছলে টিনের বেড়ায় আঘাত করেছে। সে কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপরও মন্দির সংশ্লিষ্টদের অভিযোগ থাকায় মামলা নেওয়া নেওয়া হয়েছে।’
ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, ‘আমি যতটুকু শুনেছি মন্দিরে হামলার কোনও ঘটনা ঘটেনি। মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় খামখেয়ালিপনায় ছোট ছেলেরা টিনের বেড়ায় আঘাত করেছে। যে ছেলেকে আটক করেছে সে খুব ভালো ছেলে। বাবা ভিক্ষা করে। সে ইট পরিবহনের ট্রলিতে শ্রমিকের কাজ করে। কেন এমন ঘটলো বলতে পারছি না। তবে ছেলেটা খারাপ না।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক বলেন, ‘মন্দিরে হামলার কোনও ঘটনা ঘটেনি। শুনেছি কয়েকজন ছেলে খেলারছলে ছোট ছোট লেবু দিয়ে ঢিল ছুড়েছে। সেই ঢিল মন্দিরের টিনে লাগায় এমন ভুল বোঝাবুঝি হয়েছে। এটাকে অন্যদিকে নেওয়ার কিছু নাই।’
রাজারহাট থানার ডিউটি অফিসার আব্দুস সালাম বলেন, ‘ঘটনাটি ঠিক হামলা নয়। ছোট ছেলেরা খেলারছলে দুষ্টামি করতে গিয়ে টিনের বেড়ায় আঘাত করেছে। তারপরও অভিযোগ পাওয়ায় আমরা মামলা নিয়েছি। গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’
ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘মন্দিরে হামলার অভিযোগে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। উদ্দেশ্য জানতে তাকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিরা পলাতক। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫