যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

যশোর প্রতিনিধি:-
যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলার ব্যালকনি ধসে পড়ে দুই প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক নির্মাণ প্রতিষ্ঠানের ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি জমির মালিকদের পারিবারিক মালিকানাধীন বলে জানা গেছে।
নিহতরা হলেন—প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান (৩৫) এবং সাব-কন্ট্রাক্টর兼মিস্ত্রি নুরু মিয়া (৪৫)। তারা যথাক্রমে দিনাজপুর, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। প্রায় পাঁচ বছর ধরে তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পঞ্চম তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নুরু মিয়াকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন প্রকৌশলী মিজানুর ও আজিজুর। এ সময় হঠাৎ করে ব্যালকনিটি ধসে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ বলেন, “বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি। নির্মাণে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।”
ঘটনাস্থল পরিদর্শনে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক আহ্বায়ক রাশেদ খান বলেন, “নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা। ব্যালকনির রড অত্যন্ত চিকন এবং ছাদের সঙ্গে রডের কোনও সংযোগ ছিল না। এটি একটি নির্মাণগত খুনের শামিল।”
এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে নির্মাতা প্রতিষ্ঠানের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস. এম. শরীফ হাসান জানান, “আমরা ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠিয়েছি। নির্মাণ সংক্রান্ত ত্রুটি প্রমাণিত হলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। যদি পরিবার পক্ষ থেকে অভিযোগ আসে, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫