|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ৪৭ আসামির খালাস


ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ৪৭ আসামির খালাস


ঢাকা প্রেস নিউজ

 

সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা ঈশ্বরদী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ মোট ৪৭ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
 

আজ বুধবার বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
 

ঘটনাটি ঘটে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর। সেদিন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা রূপসা এক্সপ্রেস ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী স্টেশনে তার একটি পথসভা হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে একদল হামলাকারী ট্রেন লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
 

দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর, ২০১৯ সালের ৩ জুলাই আদালত এ মামলায় জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড প্রদান করেন। তবে সর্বশেষ রায়ে হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫