|
প্রিন্টের সময়কালঃ ০৯ মে ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৩ ০১:০৩ অপরাহ্ণ

৯ মের সহিংসতার ঘটনার মূলহোতা ইমরান খান


৯ মের সহিংসতার ঘটনার মূলহোতা ইমরান খান


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত ৯ মের সহিংসতার ঘটনার মূলহোতা। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ মন্তব্য করেছেন। খবর জিও নিউজের। 

দুর্নীতির মামলায় ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার হন ইমরান খান। এর জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। সেইসময় দেশটির সামরিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ জন্য পিটিআই সমর্থক, কর্মী ও নেতাদের দায়ী করে দেশটির ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনী। এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, গত ৯ মের সহিংসতায় নারী-পুরুষ, একটি চক্র, কিছু সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবার এতে অংশ নিয়েছিল। 


সেনাবাহিনী ৯ মে'কে ব্ল্যাক ডে হিসেবে ঘোষণা দেন। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শেহবাজ বলেন, ৯ মের ঘটনায় জড়িতরা সামরিক নেতৃত্বের পতন চেয়েছিল। জিও নিউজের এক প্রোগ্রামের জন্য দেওয়া এ সাক্ষাৎকার আজ রোববার রাতে প্রচার হবে। 

পাক প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, পরিকল্পনাকারীরা দেশে যুদ্ধ ও নৈরাজ্য চেয়েছিল। তবে দেশটিতে ৯ মে সহিংসতার জেরে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করে। পিটিআই-এর বহু নেতা ও কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে। 

এ নিয়ে পাক সেনাবাহিনী তিনজন সিনিয়র কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। যার মধ্যে একজন একজন লেফটেন্যান্ট জেনারেলও ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫