|
প্রিন্টের সময়কালঃ ২৭ জুলাই ২০২৫ ০২:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ০৭:৪৮ অপরাহ্ণ

বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবেই — তাজুল ইসলাম


বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবেই — তাজুল ইসলাম


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, "শহীদদের রক্তের সঙ্গে কোনো বেঈমানি হবে না। তাদের যে স্বপ্ন ছিল—একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া—সেই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করব।"
 

শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের’ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।
 

তাজুল ইসলাম আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ক্ষতিপূরণের জন্য নয়—বরং সাম্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছিলেন। তাই শহীদ পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ, আপনারা কারও কাছে সাহায্যের জন্য হাত পাতবেন না, আপোষ করবেন না। জাতি হিসেবে এটা আমাদের দায়িত্ব—আমরাই আপনাদের পাশে থাকব।”
 

বিচারপ্রক্রিয়া নিয়ে শহীদ পরিবারের ক্ষোভের বিষয়ে চীফ প্রসিকিউটর বলেন, “গণহত্যার বিচার আন্তর্জাতিকভাবে অত্যন্ত জটিল। তারপরও আমরা ছয় মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যা সরাসরি সম্প্রচার করা হবে।”
 

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মতো রাজনৈতিক প্রভাবশালী কোনো দলের চাপ বা অর্থের কাছে প্রসিকিউশন টিম মাথানত করবে না। এই টিমকে কোটি টাকায়ও কেনা যাবে না। আমাদের বিচার হবে নিরপেক্ষ, কলঙ্কমুক্ত।”
 

তাজুল ইসলামের বক্তব্যে বারবার উঠে আসে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা এবং বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার। তিনি প্রসিকিউশন টিমের প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫