|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৩:৪০ অপরাহ্ণ

জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা


জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা


ঢাকা প্রেস,কিশোরগঞ্জ প্রতিনিধি:-

 

জুলাই-আগস্টে নিহতদের ছাড়া অন্যদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
 

শনিবার (২১ ডিসেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, "আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কারও প্রতি দায়বদ্ধতা নেই, শুধুমাত্র জুলাই-আগস্টে নিহত ব্যক্তিদের এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে।"
 

তিনি ভারতীয় আদানি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে জানান, এটি একটি আন্তর্জাতিক চুক্তি এবং এটি হঠাৎ করেই বন্ধ করা যাবে না। তিনি উল্লেখ করেন, অতীতে কিছু চুক্তি দেশের স্বার্থের বিপক্ষে হয়েছিল, যার ফলে ২০১০ সালের আইনের অধীনে অনেক অন্যায় হয়েছে, এবং সেই কারণে এই আইন বাতিল করা হয়েছে।
 

এছাড়াও, তিনি জানান, বিদ্যুৎ আমদানির বিষয়ে সাবেক বিচারপতি মঈনুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিশেষজ্ঞদের নিয়ে সাবধানে এসব চুক্তির তদন্ত করবে।
 

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, "এই কমিটি আদানি কোম্পানি সহ সাতটি বিষয় নিয়ে কাজ করছে। তারা কাজ শেষ হলে যে গাইডলাইন দিবে, তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেবো, কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে এবং কোনটির সঙ্গে করা হবে না।"
 

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫