আজ ঘোষণা আসতে পারে সৌদি আরবে ঈদ কবে

আরবি ১৪৪৪ হিজরি সনের এগারতম মাস জিলকদের ২৯তম দিন আজ (১৮ জুন)। সৌদি আরবের সুপ্রিম কোর্ট পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে।
রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে সৌদি আরব ও আমিরাতসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। এক ঘোষণায় সৌদির আদালত জানিয়েছে, আজ খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখা গেলে নিকটতম আদালতে জানানোর অনুরোধ করা হয়েছে।
ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও আরবি মাসগুলো সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। কিন্তু এ বছর ৩০ দিন পূর্ণ হয়ে গেলে ২০ জুন পালিত হবে জিলহজ্জ।
প্রসঙ্গত, আজ সৌদিতে চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫