ঢাকা প্রেস নিউজ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট কর্তৃক সাজা বাড়িয়ে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা করা হবে।
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে রায় দেবেন।
এর আগে, ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে তার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার রায় দেন। ২০১৯ সালের ১৪ মার্চ খালেদা জিয়া এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। পরে, ১১ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর এবং সাজা স্থগিতের আদেশ দেন। এর ধারাবাহিকতায় খালেদা জিয়া পৃথক আপিল করেন।
একই মামলায় সাজা বহাল রাখার বিরুদ্ধে খালেদা জিয়া ছাড়াও কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ আপিল করেন। আপিলের শুনানি শুরু হয় গত ৭ জানুয়ারি। তৃতীয় দিনে, ৯ জানুয়ারি, শুনানি শেষে ১৪ জানুয়ারি রায়ের দিন ধার্য করা হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তার সঙ্গে আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে, ২৮ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে হাইকোর্ট সাজা বৃদ্ধির রুল জারি করেন। এ রুলের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।
তবে, ২০২৫ সালের ৫ আগস্ট গণআন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। তবে, খালেদা জিয়া জানান, তিনি অপরাধ করেননি এবং ক্ষমাও চাননি। তার আইনজীবীরা জানিয়েছেন, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার নির্দোষিতা প্রমাণ করবেন।
এই মামলায় খালেদা জিয়ার আইনি লড়াই এখনও চলমান।