|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৩:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ অক্টোবর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ণ

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন


কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর কুড়িগ্রাম জেলার দায়িত্বরত ইউনিটের অধিনায়ক লে. কর্নেল গালিব বিন আহমেদ।
 

 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার ধুমধুমির হাট, পাটেশ্বরী বাজার, বারোয়ারী ও মধ্যকুমরপুর এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে তিনি পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, মেজর মোহাম্মদ মাশরুর এলাহী, কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার এ এস এম সাখওয়াত হোসাইন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

পূজা চলাকালীন সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কতৃক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সকল পূজা মণ্ডপসমূহে সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রয়েছে বলেন জানান লে. কর্নেল গালিব বিন আহমেদ জানান।

 

তিনি পূজা উদযাপনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মের সকলের প্রতি তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫