|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক


চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটক ব্যক্তিদের পরিচয়:
১. আব্দুর রহিম (৩২) – যুবলীগের সক্রিয় কর্মী।
২. মোহাম্মদ আবু হেনা (৪২) – মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
৩. মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪) – মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
৪. মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮) – মীরসরাই ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
৫. শহীদ উদ্দিন খান (৪৮) – খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
৬. মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪) – মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, সরাইপাড়া এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসা হয়।


বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
 

পরদিন মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন-৬ এর বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
 

চিন্ময়ের মুক্তির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫