|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ

আলাস্কায় উড়োজাহাজ বিধ্বস্ত: চালকসহ ১০ জন নিহত


আলাস্কায় উড়োজাহাজ বিধ্বস্ত: চালকসহ ১০ জন নিহত


অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ যাত্রী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে, বলে জানিয়েছে রয়টার্স।
 

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বরফাচ্ছন্ন সাগরের ওপর বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেখানে থাকা ১০ জনের সবাই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
 

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কার প্রধান ক্লিন্ট জনসন দুর্ঘটনায় নিহত ১০ জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, "এখন আমাদের তদন্তে মনোযোগী হতে হবে এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করার কাজ শুরু করতে হবে।"
 

এদিকে, আলাস্কা পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়ে থাকে।
 

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিমানটির ধ্বংসাবশেষ আলাস্কার নোম শহর থেকে ৩৪ মাইল (৫৫ কিমি) দক্ষিণ-পূর্বে পাওয়া যায়। দুর্ঘটনাস্থলের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তুষারের মধ্যে বিধ্বস্ত বিমান এবং উদ্ধারকারী দলকে দেখা যায়।
 

বিমানটি ছিল সেসনা ২০৮বি গ্র্যান্ড কারাভান মডেলের, যা বেসরকারি সংস্থা বেরিং এয়ার পরিচালিত একটি যাত্রীবাহী ফ্লাইট ছিল। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিমানটি নিখোঁজ হয়ে যায়। এটি আলাস্কার ইউনালাকলিট থেকে ১৫০ মাইল দূরে নোম শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
 

কোস্ট গার্ড কর্মকর্তা বেঞ্জামিন ম্যাকইনটায়ার-কোবলে জানান, রাডার ডেটার ভিত্তিতে বিমানটি হঠাৎ উচ্চতা এবং গতি হারায়, তবে এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনার সময় এলাকা ছিল তীব্র শৈত্যপ্রবাহ এবং প্রতিকূল আবহাওয়ায়। বিমানটিতে থাকা যাত্রীদের পরিবারের সদস্যদের ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে, তবে নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
 

এদিকে, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা সাম্প্রতিক দুটি দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছেন। একটি দুর্ঘটনা ঘটেছিল ওয়াশিংটন ডিসির কাছে, যেখানে মাঝ আকাশে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। অন্যটি ঘটেছিল ফিলাডেলফিয়ায়, যেখানে একটি মেডেভ্যাক জেট বিধ্বস্ত হয়ে সাতজন প্রাণ হারান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫