যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

ঢাকা প্রেস নিউজ
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, আটক করার পর নির্যাতনের ফলে তার মৃত্যু হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী তৌহিদুল ইসলামকে আটক করে। পরের দিন দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আইএসপিআর আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় যথাযথ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে।
তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫