টেকনাফ সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজারের টেকনাফ উপকূলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) ভোর ৬টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে মরদেহটি ভেসে আসে।
উদ্ধার হওয়া জেলে হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান।
নৌকার মালিক এনাম উল্লাহ জানান, শনিবার সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যান। এক পর্যায়ে বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে একজন জেলে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা সারা দিন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
রোববার সকালে সমুদ্র সৈকতে মরদেহটি ভেসে আসার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, "সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয় জেলেরা রাতভর চেষ্টা চালিয়েছেন। কিন্তু ভোরে পশ্চিম পাড়ার সৈকতে মরদেহটি পাওয়া যায়।"
টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম জানান, মৃত জেলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫