|
প্রিন্টের সময়কালঃ ০৩ এপ্রিল ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

ট্রাম্প প্রশাসনের চার দেশের অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত


ট্রাম্প প্রশাসনের চার দেশের অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত


অনলাইন ডেস্ক:-
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিলের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার জানায়, আগামী ২৪ এপ্রিল এসব অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতির মেয়াদ শেষ হবে এবং তাদের দেশত্যাগ করতে হবে এর আগেই।
 

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে চালু হওয়া সিএইচএনভি (CHNV) নামের মানবিক কর্মসূচির আওতায় এসব অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা। তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে এই কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নেয়। খবর: বিবিসি।
 

২৪ এপ্রিলের মধ্যে কতজন অভিবাসী অন্য কর্মসূচির আওতায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন, তা এখনো স্পষ্ট নয়। সিএইচএনভি কর্মসূচি বন্ধ হওয়ায় তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
 

২০২২ সালে বাইডেন প্রশাসন প্রথমে ভেনেজুয়েলার অভিবাসীদের জন্য এই কর্মসূচি চালু করেছিল। পরবর্তীতে কিউবা, হাইতি ও নিকারাগুয়ার নাগরিকদেরও এতে অন্তর্ভুক্ত করা হয়। এই কর্মসূচির আওতায় অভিবাসনপ্রত্যাশীদের শর্তসাপেক্ষে দুই বছরের জন্য প্যারোল মর্যাদায় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হতো, তবে এর জন্য তাদের একজন মার্কিন পৃষ্ঠপোষক থাকা বাধ্যতামূলক ছিল।
 

বাইডেন প্রশাসনের যুক্তি ছিল, এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অবৈধ অভিবাসন কমবে। তবে ট্রাম্প প্রশাসনের মতে, কর্মসূচিটি লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
 

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় নাগরিকের অস্থায়ী বৈধতাও বাতিল করার চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।
 

এই চার দেশের অভিবাসী সংখ্যা সিএইচএনভি কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে হাইতির অভিবাসী সংখ্যা ২ লাখ ১৩ হাজার, কিউবার ১ লাখ ১০ হাজার ৯০০, নিকারাগুয়ার ৯৩ হাজার এবং ভেনেজুয়েলারও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫