|
প্রিন্টের সময়কালঃ ১৪ নভেম্বর ২০২৫ ০১:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৫ ০৩:০৯ অপরাহ্ণ

সড়কে গাছ ফেলে ডাকাতি: খবর পেয়ে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা


সড়কে গাছ ফেলে ডাকাতি: খবর পেয়ে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জুমারপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 

আহত পুলিশ কর্মকর্তা আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
 

পুলিশ সূত্রে জানা যায়, জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা জানান, সড়কে গাছ ফেলে ডাকাতরা অবস্থান নিয়েছে। খবর পেয়ে এসআই নুরুল ইসলাম মোটরসাইকেলে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। পথে চেকপোস্টে থাকা সদস্যদের বিষয়টি অবহিত করে তিনি একাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় দুর্বৃত্তরা তাকে একা পেয়ে হামলা চালায় এবং হাতে-পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। আহত এসআই নুরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
 

তিনি আরও বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫