একশ’র আগে উইকেট হারাল জিম্বাবুয়ে, টানটান উত্তেজনায় সিলেট টেস্ট

স্পোর্টস ডেস্ক:-
সিলেটে বৃষ্টিবিঘ্নিত টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এতে করে সফরকারী জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করলেও ৯৫ রানে প্রথম উইকেট হারিয়েছে তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, জিম্বাবুয়ে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। জয়ের জন্য দরকার আর মাত্র ৬৭ রান। ক্রিজে আছেন ওপেনার ব্রায়ান বেনেট (৪৬) ও নিক ওয়েলস। প্রথম উইকেট হিসেবে আউট হয়েছেন বেন কারেন (৪৪)।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়
চতুর্থ দিনের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই আউট হন। এরপর মেহেদী হাসান মিরাজও হতাশ করেন, মাত্র ১১ রান করে ফিরে যান।
শেষ দিকে লড়াই চালিয়ে যান জাকের আলী। তিনি ১১১ বল মোকাবিলা করে ৫৮ রানের কার্যকর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। হাসান মাহমুদের (১২ রান) সঙ্গে তার ৩৫ রানের জুটি কিছুটা স্থিতি আনে।
প্রথম ইনিংসে দুই দলের চিত্র
প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মুমিনুল হক করেন ৫৬, শান্ত করেন ৪০ এবং জাকের যোগ করেন ২৮ রান। জিম্বাবুয়ের হয়ে ব্লেজিং মুজুরাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা নেন তিনটি করে উইকেট।
জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান, নেয় ৮২ রানের লিড। ওপেনার ব্রায়ান বেনেট (৫৬) ও শন উইলিয়ামসন (৫৯) ভালো ব্যাটিং করেন। বাংলাদেশের হয়ে মিরাজ ৫টি ও নাহিদ রানা নেন ৩টি উইকেট।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫