|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৫:৩৬ অপরাহ্ণ

ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর ব্যবস্থা নেবে বিজিবি


ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর ব্যবস্থা নেবে বিজিবি


বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, সীমান্তে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেছেন, ভারতীয় নাগরিকরা যদি সীমান্ত আইন না মানে, তাহলে বিজিবি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি এক প্রশ্নের মাধ্যমে বলেন, "বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশকারীদের আমরা নিয়ম মেনে গ্রেপ্তার করে হস্তান্তর করি। তবে ভবিষ্যতে তা কতটা সম্ভব হবে?"
 

শনিবার (১ মার্চ) কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নসহ (৬৪ বিজিবি) চারটি ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

বিজিবি মহাপরিচালক আরও জানান, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে গুলি করে একজন বাংলাদেশি যুবককে হত্যা করার পর বিজিবি তাদের প্রতিবাদ জানিয়েছে। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের ঘটনায় বিজিবি বিএসএফ সদর দপ্তরে প্রতিবাদ জানিয়েছে।
 

"বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত হত্যা একটি প্রাধান্য বিষয় ছিল। তবুও, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা," বলেন তিনি। তিনি আরও জানান, বিএসএফের সঙ্গে সংঘর্ষে আহত যুবককে হাসপাতালে নিয়ে অপারেশন করা হলেও তিনি মারা যান।
 

সীমান্তে অনুপ্রবেশের সময় সংঘর্ষের কারণ হিসেবে তিনি রাবার বুলেটের কথা উল্লেখ করেন এবং বলেন, "রাবার বুলেটও দুর্বল জায়গায় লাগলে মৃত্যুর কারণ হতে পারে।"
 

বিজিবি মহাপরিচালক বিএসএফকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয় এবং এটি মেনে নেওয়া যায় না।" তিনি আরও বলেন, "একটি হত্যার পর বিজিবি আরও কঠোর অবস্থানে যাবে।"
 

এছাড়া, অবৈধ অনুপ্রবেশের ঘটনা রোধে প্রশাসন, বিজিবি এবং স্থানীয়রা যৌথভাবে কাজ করছে, তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের চেষ্টা ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
 

মিয়ানমার সীমান্ত নিয়ে তিনি বলেন, "মিয়ানমার সীমান্তে কোনো শঙ্কা না থাকলেও, নিরাপত্তা ঝুঁকি থাকলে বিজিবি প্রস্তুত রয়েছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫