এভারকেয়ারের পাশে সেনা ও বিমান হেলিকপ্টার উড্ডয়ন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
ঢাকা প্রেস ডেস্ক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে বৃহস্পতিবার বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলের আওতায় সেনাবাহিনী এবং বিমানবাহিনীর হেলিকপ্টার উড়বে। জনসাধারণকে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও অনুরোধ করা হয়েছে, এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার থেকে বিরত থাকতে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন এবং তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫