|
প্রিন্টের সময়কালঃ ২৪ নভেম্বর ২০২৫ ১১:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ণ

বৃহত্তর সুন্নি জোট দেশের সব ৩০০ আসনে প্রার্থী দেবে: গিয়াসউদ্দিন তাহেরী


বৃহত্তর সুন্নি জোট দেশের সব ৩০০ আসনে প্রার্থী দেবে: গিয়াসউদ্দিন তাহেরী


বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সব ৩০০ আসনে প্রার্থী নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশে মব ভাইরাসের তাণ্ডব মানুষকে অতিষ্ঠ করেছে। শান্তি প্রতিষ্ঠার জন্য এই সহিংসতা বন্ধ করতে হবে।
 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

গিয়াসউদ্দিন তাহেরী আরও বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের একমাত্র শান্তিপ্রিয় রাজনৈতিক দল। এ দলের মাধ্যমে দেশের জনগণকে শান্তি এবং সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
 

তিনি বলেন, “আমাদের অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না এবং সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে আমাদের সিদ্ধান্ত যেন সঠিক হয়। দেশের সুন্নী মুসলমানরা যদি একভাবে এগিয়ে আসে, তাহলে আগামীতে আমরা সরকার গঠন করব।”
 

তিনি শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানিয়ে বলেন, দেশে শান্তি স্থাপনের জন্য সুন্নি জোটকে বিজয়ী করুন। দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫