|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৭:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ণ

তিন দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে মাওলানা সাদ অনুসারীরা


তিন দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে মাওলানা সাদ অনুসারীরা


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:--


তিন দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা।

 

২ ডিসেম্বর সোমবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট এই স্মারকলিপি প্রদান করেন তারা। পরে পুলিশ সুপার ও সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডারের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।
 

এরআগে, সাদপন্থী নেতাদের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা তাবলীগ জামায়াতের মুসল্লিরা।
 

স্মারকলিপি প্রদান শেষে সাদপন্থী অনুসারীরা জানান, তাবলীগ জামায়াতের আমীর হযরত মাওলানা সাদকে দেশে প্রবেশের অনুমতিসহ তিন দফা দাবিতে বৈষম্য বিরোধী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। অন্য দাবিগুলো হলো, জোড় এবং বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে করতে পারা, সারাদেশের মসজিদে কোন বাঁধা ছাড়াই আমল ও জামায়াত করতে পারা।
 

এসময় সাদপন্থী অনুসারীর মুসল্লিরা আগামি ৫, ৬ ও ৭ ডিসেম্বর গাইবান্ধার তুলসীঘাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা সুষ্ঠভাবে সম্পুন্ন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫