পরীমণি সকল এতিম শিশুর দায়িত্ব নিতে চান:

ঢাকা প্রেসঃ
স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির ডিভোর্সের পর একমাত্র ছেলে রাজ্যই যেন তার পৃথিবী। এবার সেই দুনিয়ায় জায়গা করে নিল এক ছোট্ট পরী। ছেলের পর তার ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যাসন্তান। যাকে দত্তক নিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি বলেছেন যে, যদি তার সামর্থ্য থাকে তবে তিনি সকল এতিম শিশুর দায়িত্ব নিতে চান।
ছেলে রাজ্য এবং দত্তক নেওয়া কন্যা সন্তান ছাড়াও, 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকে নানা বিষয় নিয়ে আলোচনার সময় তিনি এই ইচ্ছা প্রকাশ করেছেন।
খাগড়াছড়িতে 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজের শুটিং করার সময় এক গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, "এখন আমার দুই সন্তান। নতুন একটা জীবন পেয়েছি। এই আনন্দ মা ছাড়া কেউ অনুভব করতে পারবে না। যদি সামর্থ্য থাকতো তাহলে সব এতিম শিশুকে আমার কাছে রাখতাম তাদের নিয়ে আরও সুন্দর করে বাঁচতাম।"
পরীমণি বর্তমানে 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিচ্ছেন। 'হইচই' প্ল্যাটফর্মে আসছে এই সিরিজটি পরিচালনা করছেন অনম বিশ্বাস।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫