|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

সিপিএসসি,র‍্যাব-১৪,ময়মনসিংহ কর্তৃক গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার৩


সিপিএসসি,র‍্যাব-১৪,ময়মনসিংহ কর্তৃক গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার৩


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৫ এপ্রিল ২০২৫ খ্রি. রাত্রি ২১:০০ ঘটিকায় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বুরুঙ্গা সাকিনের দুর্গাপুর টু ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদ এর সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি মেরুন রংয়ের প্রাইভেটকার থেকে ০৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি ১। মোঃ পলাশ মাতুব্বার (৪২), পিতা-মৃত সেকান্দার মাতুব্বার, সাং-পূর্ব শিলারচর, ২। আবুল কাশেম বারি (৬৯), পিতা-মৃত তারা মিয়া, সাং-চর লক্ষিপুর, উভয় থানা-মাদারীপুর সদর, ৩। রমজান শেখ (৩০), পিতা-মোঃ সালাম শেখ, সাং-মোচরকান্দি, থানা-রাজৈর, সকলের জেলা-মাদারীপুরদেরকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তত্বমতে রাত্রি ২১:৪৫ ঘটিকায় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বুরুঙ্গা সাকিনের দুর্গাপুর টু ময়মনসিংহ গামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদ এর পশ্চিম পাশে পলাতক মাদক কারবারি এরশাদুল হক (৪৫) এর বসতঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে ২২ কেজি ৫০০ গ্রাম সর্বমোট ২৬ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতঃ উদ্ধারকৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫,৩০,০০০/-(পাঁচ লক্ষ ত্রিশ হাজার) টাকা।
 

গ্রেফতারকৃত আসামীদেরকে নেত্রকোণা জেলার দুর্গাপুর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫