মিয়ানমার থেকে ৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

ঢাকা প্রেসঃ
মিয়ানমারের কারাগার থেকে ৪৫ জন বাংলাদেশি নাগরিক রোববার (৯ জুন) সকালে দেশে ফিরেছেন। তারা কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে মিয়ানমারের বাহিনীর হাতে আটক হয়ে তারা কারাভোগ করেছিলেন। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
৪৫ বাংলাদেশি শনিবার (৮ জুন) বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। রোববার সকালে তারা কক্সবাজারে পৌঁছান। এর আগে, গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় আরও ১৩৪ জন মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তারা রোববার (৯ জুন) মিয়ানমারে ফিরে যাবেন। গত এক বছরে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস মোট ২৪৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সহায়তা করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫