|
প্রিন্টের সময়কালঃ ১৭ জুলাই ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০১:২২ অপরাহ্ণ

চট্টগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠান পরিবার পরিকল্পনা সেবা বেগবান করার উপর গুরুত্বারোপ


চট্টগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠান পরিবার পরিকল্পনা সেবা বেগবান করার উপর গুরুত্বারোপ


হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 


 

বিশ্ব জনসংখ্যা  দিবস ১১ জুলাই ,দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। 

বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ জুলাই)নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতে বেলুন উড়িয়ে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, পরিকল্পিত জনসংখ্যা উন্নত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। সীমিত সম্পদের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সর্বত্র সচেতনতা তৈরি জরুরি।  সুস্থ-সবল জীবন গড়তে হলে কৈশোরে গর্ভধারণ থেকে বিরত থাকতে হবে। 

ছেলে হোক মেয়ে হোক দু’টি সন্তানের বেশী নয়, একটি হলে ভালো হয়- এ নীতিতে এগিয়ে যেতে হবে। পরিণত বয়সে অনেকে সন্তান নিতে অনীহা প্রকাশ করে, আবার কেউ কেউ দু’য়ের অধিক সন্তান নেয়-এ বিষয়টি নজরে আনা প্রয়োজন।

জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হলে সমতার ভিত্তিতে পরিবার পরিকল্পনা সেবা আরও বেগবান করতে হবে। 

সভায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর বিকল্প নেই। নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আন্তরিক হতে হবে। পরিবার পরিকল্পনা সেবা আরও বেগবান করতে অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নসহ লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করতে হবে।

নিরাপদ প্রসবসেবা, প্রসব পরবর্তী সেবাসমূহ আরও গতিশীল করতে হবে। তারা বলেন, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনায় সচেতনতা বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করার কারণে মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সেবায় বিভাগীয় পর্যায়ে বান্দরবানের রুমা উপজেলা এবং জেলা পর্যায়ে চট্টগ্রামের রাউজান উপজেলাকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা সেবা, প্রাতিষ্ঠানিক ডেলিভারী ও অন্যান্য সেবার বিশেষ অবদানের জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ে ১০ ক্যাটাগরিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২০ জন কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীনের সভাপতিত্বে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রæ মারমা, পিডিবি’র তত্তাবধায়ক প্রকৌশলী কে এম এম মামুনুর বাশরী, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ,  জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী, ডা. উ খ্যে উইন, এম এম এরশাদ,  জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত, সহকারী পরিচালক (পোর্ট ক্লিয়ারেন্স) লোকমান হোসাইন ও অসরকারি উন্নয়ন সংস্থা মমতা’র  পরিচালক স্বপ্না তালুকদার সভায় বক্তৃতা করেন। 

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যালয়, বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা মমতা,এফপিএবি,মেরীস্টোপস, বিএভিএস,ঘাসফুল,ইমেজ,ছায়াপথ,আর.এইচ.স্টেপ, বোয়ালখালী মা ও শিশু কল্যাণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা  অনুষ্ঠানে অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫