|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুজনকে কারাদণ্ড


নারায়ণগঞ্জে ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুজনকে কারাদণ্ড


নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পাঠাননগর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫