|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় লেগেছে আগুন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় লেগেছে আগুন


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের এক পোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত পোশাক কারখানায় আগুন লাগে।  


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি মালিকপক্ষের সঙ্গে কথা বলে ও তদন্তের পর বলা যাবে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনো অল্প আগুন রয়েছে, পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫