ট্রলির চাপায় পুলিশ কনস্টেবল নিহত

ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-
পাবনা সদর উপজেলায় ট্রলির চাপায় মাসুদ রানা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ট্রলিটি ভাড়ারা থেকে বালু নিয়ে ওই এলাকায় নামিয়ে আবার বালু মহলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সরকার পতনের পর এলাকায় বালু উত্তোলন বন্ধ ছিল, তবে সম্প্রতি তা আবার শুরু হয়েছে, যার ফলে রাস্তা-ঘাটে বালুবহনকারী যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। এসব যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুর ২টার দিকে মাসুদ রানা পাবনা থেকে কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। শ্রীপুরে পৌঁছালে পেছন থেকে তাকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫