|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৪:১৪ অপরাহ্ণ

মনাকষা সীমান্ত হতে ০১ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল আটক


মনাকষা সীমান্ত হতে ০১ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল আটক


ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 


১১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৮টার সময় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাগববাটি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সাহারুল ইসলাম (৩০), পিতা-আঃ রশিদ, গ্রাম-পন্ডিতপাড়া, পোস্ট-সাহাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫