কুমিল্লার দেবিদ্বারে নির্ধারিত স্থানে না থামায় ৪টি পরিবহনকে জরিমানা

মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
কুমিল্লার দেবিদ্বার বাসস্ট্যান্ডে নির্ধারিত পার্কিং স্পটে না থেমে সড়কে যাত্রী ওঠা-নামা করার কারণে যানজট সৃষ্টি হওয়ায় ৪টি পরিবহনকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ সকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫