|
প্রিন্টের সময়কালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৫ অপরাহ্ণ

অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু


অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু


জয়পুরহাট প্রতিনিধি:-

 

জয়পুরহাটে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইসরা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-ধামুরহাট সড়কের খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত ইসরার মা নাজমা মরিয়ম জয়পুরহাট সদর থানায় নারী পুলিশ সদস্য হিসেবে কর্মরত। তারা জয়পুরহাট পৌরসভার খনজনপুর মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।
 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, নাজমা মরিয়ম তার শিশুকন্যা ইসরাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত ইসরাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশার চালক উজ্জ্বল হোসেনকে আটক করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫