মুরাদনগর রোয়াচালা বিশাল দেশীয়অস্ত্র উদ্ধার করল জনতা: উদ্ধারকৃত অস্ত্র তুলে দেন সেনাবাহিনীর হাতে।

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
১৬/-০৮-২৪ কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্ৰামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বাড়িতে অভিযান চালিয়ে বিশাল দেশীয় অস্ত্র উদ্ধার করে গ্ৰামবাসী, উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
দীর্ঘ বছর ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন এই চক্রটি। তাঁদের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সাবেক ওয়ার্ড মেম্বার মোঃ সাগর, সৈয়দ আলী, দুলাল মিয়া, দ্বীন ইসলাম, মোঃ কালা, আব্দুল আলিম, ছোট্ট মিয়া, মোঃ রতন, মোঃ ইয়াছিন, মনির হোসেন, ফয়সাল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শক্রবার(১৬ আগষ্ট) রাতে শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে রোয়াচালা গ্ৰামের অধ্যাপক নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজন, মোঃ আব্দুল মোমেন, আবু মোছা, বাহারুল আলম, আবু কাউছার, নাইউম খান, জয়নাল আবেদীন মেম্বার, হাবিবুর সরকার, মোঃ ইব্রাহীম,আলী বাহাদুর সেলিম, জয়নাল, সুমন, মিকছার সহ এলাকার প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্ধ জনতা অংশ নিয়ে এসব অস্র উদ্ধার করে সেনাবাহিনী ল্যাফটেন্ট সাঈদ, (৩৮ বিআইআর),ওয়ারেন্ট অফিসার মোঃ তাজ, করপোরাল ফারুক, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত উদ্দিন, বাঙ্গরাবাজার থানা এসআই হাসিব হাতে এসব চল-২০টি, ত্রিশাল-২টি, চেইন চাবুক-২, স্প্রিং-২,সাবল-৪টি,রড-৬টি,হ্যাসার-৪টি,গাড়ীর স্প্রিং ২টি,চাইনিজ কুড়াল-১, কুড়াল-২টি, রাম দা-৩টি, দা-১টি, বড় ছুড়ি-২টি, বড় দা-৫টি, ছোট ছুড়ি ৭টি, তাসকাল-১টি, তীর-৩০টি, জোয়া গড় সেট -১টি, এক কাট্টা-১৯টি, বাগের গোলা-৪৬টি, লাঠি ১৫টি দেশীয় অস্র তুলে দেন গ্রামবাসী উল্লেখ্য, গত ১৩/০৮/২০২৪ ইং রোয়াচালা গ্ৰামের মোহন ডাক্তারের ছেলে স্বপন মিয়া (২৯) কে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা উক্ত অভিযুক্তদের নামে বাঙ্গরা বাজার থানায় মামলা করা হয়েছে। শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোয়াচালা গ্ৰামের মোঃ ইকবাল বাহার বলেন: দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তাঁদের নামে হত্যা, চুরি-ডাকাতি ও মাদক কারবারির অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। বর্তমানে দেশে যেমন রাষ্ট্র সংস্কার চলছে তেমনি প্রত্যেক এলাকায় মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতন নাগরিকদের প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫