|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ

লন্ডনে শত শিশুর কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত


লন্ডনে শত শিশুর কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত


যুক্তরাজ্যের লন্ডনে শত শিশুর কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোরদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলতে ও নাড়ির সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

গত শুক্রবার (২২ ডিসেম্বর) ইস্ট লন্ডনের মেফেয়ার ভেন্যুতে ‘চেতনায় বাংলাদেশ’ নামের সংগঠন মহান বিজয় দিবসের বিজয় মেলা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত, সমবেত সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর পাশাপাশি ছিল শিশুদের দেশীয় সাজে যেমন খুশি তেমন সাজো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান।


ইস্ট লন্ডনের মেফেয়ার ভেন্যুতে ‘চেতনায় বাংলাদেশ’ নামের সংগঠন মহান বিজয় দিবসের বিজয় মেলা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এম আকাশ। এ ছাড়া রেড ব্রিজ কাউন্সিলের মেয়র জ্যোৎস্না বেগমসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের কর্মী লুৎফুন্নাহার হীরা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বাবা–মায়েরা দেশপ্রেম ও দেশীয় সংস্কৃতির সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আজ বিদেশের মাটিতে শিশুদের নিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শত শত মা-বাবা উপস্থিত হয়েছেন, এটাই বিজয়ের আনন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫