মহাখালীতে শিক্ষার্থীদের ইট-পাটকেলে রক্তাক্ত ট্রেনযাত্রীরা

ঢাকা প্রেস নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে এবং দুটি আন্তঃনগর ট্রেন থামিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
সোমবার বেলা ১১টার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। একইভাবে, মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচলও সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, যার ফলে ট্রেন এবং বাসযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, "মহাখালী রেল ক্রসিংয়ের অবস্থা ভয়াবহ। ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে আন্দোলন করছেন এবং ট্রেন থামিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করছেন।" তিনি আরও জানান, এই আন্দোলনের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাখালী এলাকায় দুটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। এগুলো হল জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।
রেলওয়ে পুলিশ জানায়, আন্দোলনকারীরা ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে হামলা চালিয়ে ট্রেনের জানালার কাঁচ ভেঙে ফেলেন। পরে ট্রেনটি পুলিশ পাহারায় ঢাকা স্টেশনে নিয়ে আসা হয়। হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানানো সম্ভব হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫