|
প্রিন্টের সময়কালঃ ১৮ আগu ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ আগu ২০২৫ ০৭:২৪ অপরাহ্ণ

আর ২দিন পরেই উদ্বোধন হতে যাচ্ছে, মাওলানা ভাসানী (চিলমারী-হরিপুর) সেতু, তৈরি হতে পারে অর্থনৈতিক অঞ্চল 


আর ২দিন পরেই উদ্বোধন হতে যাচ্ছে, মাওলানা ভাসানী (চিলমারী-হরিপুর) সেতু, তৈরি হতে পারে অর্থনৈতিক অঞ্চল 


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-



গাইবান্ধা জেলার, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার হতে চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে, সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ব্রিজটি "মাওলানা ভাসানী" (চিলমারী-হরিপুর) সেতুটি আগামী ২০শে  আগস্ট, উদ্বোধন হতে যাচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে অবশেষে "মাওলানা ভাসানী" (চিলমারী হরিপুর) সেতুটি উদ্বোধন উপলক্ষে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশে আনন্দের জোয়ার বইছে। ২০শে আগস্ট সেতুটি উদ্বোধন উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার সংলগ্ন সেতুর দ্বারপ্রান্তে উদ্বোধনী মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে বলে জানা গেছে। সেতুটি উদ্বোধন হবে, আগামী ২০শে আগষ্ট দুপুর ১২.০০ ঘটিকায়। এ সময় উপস্থিত উপস্থিত থাকবেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা "জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া"। এছাড়া উপস্থিত থাকবেন প্রধান প্রকৌশলী এলজিইডি, জেলা প্রশাসক, পুলিশ সুপার গাইবান্ধা। প্রকল্প পরিচালক এলজিইডি, নির্বাহী প্রকৌশলী এলজিইডি গাইবান্ধা। সেতুটি উদ্বোধনের সফরে থাকবেন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক জনাব মাহমুদুল হাসান এনডিসি, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব জনাব আবুল হাসান, মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব জনাব আয়মন হাসান রাহাত, জনসংযোগ কর্মকর্তা জনাব সালাউদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা জনাব মাহফুজুল আলম ভূঁইয়া, মাননীয় উপদেষ্টার সফরসঙ্গী হবেন।

মাওলানা ভাসানী (চিলমারী-হরিপুর) সেতুটি উদ্বোধনের দিন ২ জেলা মিলে  কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সেতুর নাম পরিবর্তন নিয়ে স্থানীয় জনগণের মাঝে, নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই বলেন এই সেতুর নাম পরিবর্তনের বিষয়টি আমাদের মাথায় আসছে না, কি কারণে নাম পরিবর্তন হলো। স্থানীয় এলাকার নাম হিসেবে দিলেই অনেক ভালো হত বলে জানান তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫